২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৩৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ যানবাহনের সং.ঘ.র্ষে আ.হ.ত ৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩ যানবাহনের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেনে নিমতলা যাত্রী ছাউনির সামনে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পেট্রোল গাড়িকে সাইড দিতে গিয়ে গ্রীন ঢাকা পরিবহনের একটি বাস সামনে থাকা সুরভী পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়।

এসময় সুরভী পরিবহনের ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে যান।

ক্ষতিগ্রস্থ যানবাহনগুলোকে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি।

error: দুঃখিত!