১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:২২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ট্রাকচালকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনে সড়ক দুর্ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৬টার দিকে সেতুর ওজন স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যান্ত্রিক ত্রুটি সাড়াতে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়।

এসময় ঘটনাস্থলেই ট্রাকচালক হাফিজুর রহমান (৪০) নিহত হন। গুরুতর আহত হন সাথে থাকা হেল্পার আবুল কালাম (৪৫)।

নিহত ও আহতের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাগড়া গ্রামে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আব্দুল কাদের জিলানী।

error: দুঃখিত!