২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৯:৫৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই দিনে একাধিক যানবাহনের সংঘর্ষ; নিহত ১, আহত অনেকে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক প্রাইভেটকার চালক নিহতসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার সকাল ৭টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া আন্ডারপাসের উপর ৭ যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে দুপুর ১২টার দিকে কেয়টখালী এলাকায় ফের দুই বাসের মধ্যে সংঘর্ষ ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঘন কুয়াশায় সিংপাড়া আন্ডারপাসের উপর মাওয়ামুখী অজ্ঞাত কাভার্ড ভ্যান একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে একই সময় পেছনে থাকা অজ্ঞাত আরেকটি বাসসহ সাকুরা, এনা ও গোল্ডেন লাইন পরিবহনের ৩ টি যাত্রীবাহী বাসের পেছনে পরপর ধাক্কা দেয়। একই সময় পুলিশ লেখা আরও একটি মাইক্রোবাস এসে ধাক্কা লাগে। সেসময় ‍নিহত প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা দেয়ার সময় মারা যান তিনি।

অন্যদিকে, দুপুর ১২ টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় সেবা গ্রিণ লাইন পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে থেমে গেলে পেছনে থাকা মিজান পরিবহনের আরেকটি বাস এসে সজোরে ধাক্কা দেয়। এসময় দুই বাস যাত্রী আহত হন।

নিহত প্রাইভেট কার চালক ফরহাদ ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তার মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, মধ্যরাত সাড়ে ৩ টার দিকে হাসাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে৷ তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

error: দুঃখিত!