২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:০৫
‘ঢাকা অ্যাটাকে’ গাইবেন অরিজিৎ সিং
খবরটি শেয়ার করুন:

আবারো ঢাকাই ছবিতে কণ্ঠ দিতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে গাইবেন অরিজিৎ। ডিসেম্বরে শেষেরদিকে মুম্বাইয়ে গানটির রেকর্ডিং হবে।

এই সম্পর্কে দীপন বলেন, ‘ভারতের পাশাপাশি আমাদের দেশেও অরিজিৎ সিং অনেক জনপ্রিয়। তাই দর্শকের চমক দিতে অরিজিতের গান রাখছি। চলতি বছর ডিসেম্বরে গানটির রেকর্ডিং করবো’।

প্রসেনের কথায় গানটির সঙ্গীতায়োজন করবেন অরিন্দম চ্যাটার্জি। ছবির অন্যান্য গানগুলো দেশীয় শিল্পীরা গাইবেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে এবং আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি ছবিটির শুটিং শেষ হবে।

এই ছবির মধ্য দিয়ে আবারো জুটি বেঁধে অভিনয় করবেন আরিফিন শুভ ও মাহি। এটি তাদের তৃতীয় ছবি। ‘ঢাকা অ্যাটাকে’ আরো অভিনয় করবেন চিত্রনায়ক এ বি এম সুমন।

error: দুঃখিত!