জমকালো আয়োজনে ৩১ ডিসেম্বর জোড়া ছবির মহরত করেন ব্যবসা সফল ছবির প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এরমধ্যে একটি ছবি পরিচালনা করছেন ছটকু আহমেদ। পহেলা জানুয়ারি থেকে ছটকুর আহমেদের পরিচালনায় ‘এক কোটি টাকা’র ক্যামেরার সামনে ভিন্ন ভিন্ন লুকে অভিনয় করতে দেখা গেছে ডিপজলকে।
এই ছবিতে আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও অমৃতা খান। ইতিমধ্যে ছবিটিতে যোগ হয়েছেন আরেক নায়িকা। বেশ কয়েকদিন হলো চিত্রনায়িকা আঁচলকে দেখা যাচ্ছে না ক্যামেরার সামনে। বিরতি শেষে তিনি আবারো ফিরছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে।
সম্প্রতি আঁচল ‘এক কোটি টাকা’ ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন। ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’র ক্যামেরার সামনে ডিপজলের বিপরীতে হাজির হতে যাচ্ছেন এই নায়িকা। বিষয়টি নির্মাতা ছটকু আহমেদ নিজেই জানিয়েছেন।
ছটকু আহমেদ বলেন, ‘পুরোদমে চলছে ‘এক কোটি টাকা’র শুটিং। ইতিমধ্যে ছবিটির সব শিল্পী নির্বাচনের কাজ শেষ করেছি। নতুন করে আঁচলকে চূড়ান্ত করেছি। আঁচলও কয়েকদিনের মধ্যে ক্যামেরার সামনে দাঁড়াবেন।’