‘ডাকাতকে হাতে-নাতে পেলে পিষে মেরে ফেলুন’ -জনসমাবেশে এ বক্তব্য দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) কে এম মোজাহেদুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হয়ে এ বক্তব্যের বিষয়ে ব্যখ্যা দিতে বলা হয়েছে।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আজ রোববার এই আদেশ দেন।
সকালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেওয়ার সময় বলেন, দেশটা কি মগের মুল্লুক? একজন সরকারি কর্মকর্তা কীভাবে আইন বহির্ভূতভাবে এ ধরনের বক্তব্য দেন? এটা মেনে নেওয়া যায় না।
আদেশে সংবিধানবহির্ভূতভাবে নিজের হাতে আইন তুলে নেওয়াসহ কোনো অপরাধীকে হত্যার জন্য উসকানি দেওয়ায় কেন এসপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের আইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি, চাঁপাইনবাবগঞ্জের ডিসি ও এসপিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে এই বিষয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে আইজিপি ও এসপিকে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়।