২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
টস থাকছে না টেস্ট ক্রিকেটে!
খবরটি শেয়ার করুন:

কে আগে ব্যাট করবে? সেটা নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যেতে পারে পাড়ার ক্রিকেটে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তেমনটি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। তারপরও বহুদিন ধরে ক্রিকেটে টস নামক ভাগ্য পরীক্ষাটি প্রচলিত রয়েছে। তবে সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং টেস্টে টস না করার বিষয়টি উল্লেখ করেন।

তার মতে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সফরকারী দলের অধিনায়ককে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত যে তার দল ব্যাট করবে নাকি বল করবে। যেখানে স্বাগতিক দল অনেক সুবিধা পায়, সেখানে সফরকারী দলকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হলে কিছুটা হলেও সুবিধা পাবে তারা। তার এ প্রস্তাব সমর্থন করেন ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিকেটার মাইকেল হোল্ডিং। তবে বিষয়টিকে ততটা সিরিয়াস মনে করছেন না রিকি পন্টিংয়ের স্বদেশি প্রাক্তন ক্রিকেটার স্টিভ ওয়াহ।

ওয়াহ বলেন, ‘টেস্টে টস না থাকলে আমি কিছু মনে করব না। তবে টসকে আমার কাছে খারাপ কোনো জিনিস মনে হয় না। দিনশেষে আমি মনে করি, ঘরের বাইরে টস ও কন্ডিশনের ওপর অনেক বেশি জোর দেওয়ার সুযোগ রয়েছে। কর্তৃপক্ষ যদি এর বিকল্প কোনো উপায় খুঁজে বের করে তাহলেও আমি কিছু মনে করব না। তবে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলয়া খুবই খারাপ খেলেছে। তাদের ব্যাটিং টেকনিকসহ অন্যান্য বিষয়ও খুব দুর্বল ছিল। আধুনিক ক্রিকেটারদের যেকোনো দেশে, যেকোনো কন্ডিশনে ভালো পারফর্ম করা উচিত।’

এদিকে রিকি পন্টিংয়ের প্রস্তাবকে সমর্থন করে মাইকেল হোল্ডিং উইজডেন ইন্ডিয়াকে বলেন, ‘রিকি পন্টিং যে প্রস্তাব দিয়েছে, সেটা কর্তৃপক্ষের বিবেচনা করে দেখা উচিত। হয়তো টেলিভিশন চ্যানেলগুলোর জন্য টস একটি বড় জিনিস। এটা কিছুটা টেনশন তৈরি করে। যখন মুদ্রাটি বাতাসে ছোড়া হয় তখন সবার নজর মুদ্রার দিকে থাকে। টস জিতে অধিনায়ক কী নেন সেটার দিকেও নজর থাকে সবার। কিন্তু বিষয়টি এখন আর অতটা প্রাসঙ্গিক নয়। সময় বদলেছে। টেস্টের ক্রিকেটের স্বার্থ এখন ক্ষীয়মান। এখন আপনাকে যা করতে হবে তা হলো- ব্যাট ও বলের লড়াইটা নিশ্চিত করতে হবে।’

error: দুঃখিত!