২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৫:৪৯
টঙ্গীবাড়িতে চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
খবরটি শেয়ার করুন:

চতূর্থ দফা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে টঙ্গীবাড়ীতে ৩ চেয়ারম্যান ও ৮ ইউপি সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। প্রত্যাহারকারী প্রার্থীরা হলো ধীপুর ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন দিলু ও স্বন্ত্রত প্রার্থী শহিদুর রহমান এবং কে. শিমুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান।

এছাড়া ৮ জন ইউপি সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। টঙ্গীবাড়ী নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম মঙ্গলবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নের নির্বাচনে মোট ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। যাচাই বাছাই শেষে ৫০ জনের মনোনয়ন পত্র বৈধ হয়। এখন চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী ৪৭ জন।

সোনারং-টঙ্গীবাড়ি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী লিটন মাঝি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে ।

error: দুঃখিত!