মুন্সীগঞ্জের শেখ রাসেলের ৫১ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুরে স্টুডেন্টস্ কেয়ার কোচিং সেন্টার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে আলোর পথে নারী নামের একটি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
স্টুডেন্টস্ কেয়ার কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: সেলিম বেপারীর সভাপতিত্বে আবিদ হাসান সম্রাট এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. সোহানা তাহমিনা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ রাসেল শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহাগ চোকদার।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুব পরিষদের আহবায়্ক মিজানুর রহমান, সেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সদস্য মো: দীন ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য চোকদার হুমায়ূন কবীর পাশা, সদর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমেনা বেগম, শিক্ষিকা রাশেদা আক্তার, শিক্ষিকা রমা বসাক, শিক্ষক শ্যামল রায়, আলোর পথে নারী সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মানিক চন্দ্র ধর।
আলোচনা শেষে শেখ রাসেল এর রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।