মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শুক্রবার দিনব্যাপী মারিয়াল গ্রামে টঙ্গীবাড়ী উপজেলা ব্লাড ব্যাংকের আয়োজনে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
এ কর্মসূচির উদ্যোক্তা ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ।
গতকাল শুক্রবার সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির উপদেষ্টা এম.ও.এফ.আর সাগর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াহিদ, ধীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনির হোসন মোল্লা, সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমূখ।
বাংলাদেশ আই ট্রাস্টের সার্বিক সহযোগীতায় রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে ৩০ জনকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এ সময় ওই প্রতিষ্ঠানটি উপজেলার মারিয়ালয় গ্রামে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা দেয়।