মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ৫০ পরিবার ১৯ চা দোকানদার ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে খাদ্যা সামগ্রী বিতরণ করেছেন টংগিবাড়ী থানার ওসি শাহ মো.আওলাদ হোসেন পিপি এম।
রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার বালিগাওঁ দেওবাড়ি এলাকায় চাউল, তেল, পিয়াজঁ, আলু, ডাল, লবন,সাবান,ডিম সহ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
টংগিবাড়ী উপজেলার বিভিন্ন দানশীল মানবিক মানুষ এবং মানবিক ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন পিপিএম এর সহযোগিতায় বালিগাঁও ইউনিয়নের দেওবাড়ি মহল্লার যেসকল হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার সরকারী কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সরকারী ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে এবং যারা খাবারের সহযোগিতার জন্য লোক লজ্জায় না খেয়ে থাকলেও কারো কাছে হাত পেতে খাদ্য সহযোগিতা নিতে পারছে না সেসকল ৫০ পরিবার এবং বালিগাঁও বাজারে ১৯জন চা দোকানদার তথা ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।