১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:০৩
টংগিবাড়ীতে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মিরাজ স্পোর্টিং ক্লাব বনাম শীতল স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হয়। আপন সরদারের শীতল স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভার শেষে ১১১ রান করে। ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে মিরাজ স্পোর্টিং ক্লাব করে ১০৩ রান ফলে শীতল স্পোর্টিং ক্লাব ৮ রানে জয়ী হয়।

হাসাইল বানারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাদ মেলকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফয়সাল হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজগর মেলকার, আলি মিয়া খালাসী, যুবলীগ নেতা বাবু হাওলাদার, মিজান বেপারী, রাজিব হালদার,জিকু নাজমুল প্রমুখ।

error: দুঃখিত!