২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩৮
টংগিবাড়ীতে ‘জিহাদ হত্যা মামলা’য় ১৩ আসামী ২ দিন করে রিমান্ডে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২২ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জিহাদ হত্যা মামলায় ১৩ আসামীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুুন্যাল এর বিচারক জাকির হোসেন এই রিমান্ড আদেশ দেন।

এর আগে রবিবার টঙ্গীবাড়ী থানায় ওই মামলার আসামী নিবির শেখ, মিন্টু, শান্ত, নান্নু, আসিক হোসেন, জুনায়েদ হোসেন, নয়ন শেখ, সাব্বির, সাইফুল ইসলাম, ইমন শেখ, শাওন, রাকিব, রাব্বি হাসান, রাতুল, আনোয়ার, স্বপন, আছিব টংগিবাড়ী থানায় আত্মসমর্পন করে।

পরে টংগিবাড়ী থানা পুলিশ আসামীদের ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরন করলে সোমবার আসামী পক্ষের আইনজীবী এডভোকেট শ.ম.হাবিবুর রহমান আসামীদের রিমান্ড বাতিল পুর্বক জামিনের আবেদন করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর বিচারক রিমান্ড শুনানী শেষে আসামীদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গত ১৩ আগষ্ট টংগিবাড়ী উপজেলার চাঙ্গরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজের ওপরে বন্ধুদের সাথে গান বাজনায় ব্যাস্ত ছিল জিহাদ (১৭)। সেখান থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে জিহাদের বাবা মো: চান মিয়া শেখ টংগিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পরদিন ব্রিজের নিচের খালে জিহাদের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তে জিহাদের মাথায় আঘাতে মৃত্যু হয়েছে এমন রির্পোট আসে। ওই ঘটনায় জিহাদের বাবা টংগিবাড়ী থানায় ১৪ জনকে আসামী করে হত্যা মামলা করেন। ওই হত্যা মামলায় আসামীদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করলো আদালত।

error: দুঃখিত!