মুন্সিগঞ্জ ৩০ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে “ইউএনও মেধাবৃত্তি”-২০১৯ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টা থেকে দুইটি ধাপে উপজেলার তিনটি বিদ্যালয়ের এ বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ২ হাজার ৬০০ শিক্ষার্ত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ৮০জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, বৃত্তি পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিকের ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে।
প্রাথমিকের ৯৫টি স্কুল ও মাধ্যমিকের ১৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০জনকে বাছাই শেষে মেধাবৃত্তি প্রদান করা হবে।
প্রাথমিকে এককালীন চার হাজার টাকা ও মাধ্যমিকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।
চলতি বছরের ডিসেম্বর মাসের শেষে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
১০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানসহ সাতটি পাঠ্যবই এর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে।
এছাড়াও অন্যদের মধ্যে পরীক্ষা হল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ওছেন মে, মাধ্যমিক শিক্ষা অফিসার খালেদা পারভীন, শিক্ষক আসলাম হোসেন, মৌসুমী আক্তার প্রমুখ।