মুন্সিগঞ্জ, ২ জুন, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ জুন) বিকালে সিরাজদিখান উপজেলার নিমতলায় কমিটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পরিবহন মালিকদের দূর্যোগকালীন সময় সকলে মিলে মিশে কাজ করবেন। এছাড়া সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এবং আগামী ১২ জুন শনিবার বেলা ১১ টায় নিমতলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সে সময় সকলকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।