দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর কে শহরের সাথে যুক্ত করতে এর উপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসক সায়লা ফারজানা সেতুটির উদ্বোধন করেন।
প্রসঙ্গত, মুন্সিগঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত হলেও চরকিশোরগঞ্জ (মোল্লার চর) অংশটি কালিদাশ নদী দ্বারা মুন্সিগঞ্জের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন। এই চরের বাসিন্দাদের স্কুল, কলেজ, বাজার, হাসপাতাল, ছোট খাট ব্যবসা বানিজ্যের জন্য এ পারে আসতে হয় নৌকায় করে। কারণ মোল্লার চরে এত বছরে কিছু গড়ে ওঠেনি। চরের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন নৌকায় পার হয়।
জেলা প্রশাসক সায়লা ফারজানা ‘আমার বিক্রমপুর’-কে বলেন, ‘কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়। মোল্লার চরের মানুষগুলোকে নাগরিক সুবিধা ভোগের সুযোগ করে দেয়া, তাদেরকেও বিভিন্ন কর্মে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে কালিদাশ নদীর উপর বাশ ও কাঠ দিয়ে কাঠের পুলটি নির্মাণ করি। এ কাঠের পুল অনেক মজবুত করে তৈরী করা হয়েছে। আশা করি এখানে পারমানেন্ট ব্রীজ না হওয়া পর্যন্ত মোল্লার চরের মানুষেরা এ কাঠের পুল ব্যবহার করতে পারবে। মোল্লার চরের মানুষ খুব খুশি – আগামীকাল থেকে নৌকার জন্য অপেক্ষা করতে হবে না, নৌকার ভাড়া গুনতে হবে না। চরের অতি সাধারণ মানুষগুলো এতই সাধারণ যে, তারা তাদের কষ্ট লাঘবের জন্য কখনো কারো কাছে একটি ব্রীজ বা একটি পুল দাবী করেনি।’
কাঠের সেতু উদ্বোধন শেষে ফরায়েজীবাড়ি ঘাটের পূর্ব প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার ইউএনও ফারুক আহম্মদ, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ।