শ্রীনগর প্রতিনিধিঃ বাংলাদেশ অাওয়ামী লীগ মনোনিত মুন্সিগঞ্জ সদর উপজেলা’র পঞ্চসারে চেয়ারম্যান প্রার্থী অাব্দুল সাত্তার মিয়ার গণসংযোগ চালানোর সময় একই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একসময়ের শীর্ষ অস্র ব্যবসায়ী ও ত্রাস গোলাম মোস্তফা ও তার ছোট ভাই গোলাম কিবরিয়া সহ তাদের ক্যডার বাহিনীর হামলায় গুরুতর অাহত মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহমেদ পাভেল এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে বিক্ষোভ র্য্যলী করেছে শ্রীনগর উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ।
র্যালী’র নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বীরতারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অাজিম হোসেন খান ও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন। র্যালীতে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।