১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:২৩
জেলার আলেমদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।

বুধবার (৩০ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, সমাজের শৃঙ্খলা বজায় রাখতে হলে অনৈতিক কাজ করা থেকে সকলকে বিরত থাকতে হবে। আমরা যে যেই ধর্ম পালন করিনা কেন, সবাই সবার উপর শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সু-সম্পর্ক বজায় রেখে রাষ্ট্রের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এসময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও বিভিন্ন থানা এলাকা হতে আগত আলেম-ওলামা’গণ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!