মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কমদামি ও সহজলভ্য আইসক্রিম ফ্যাক্টরির সন্ধান পেয়ে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা’র দিকে লৌহজং উপজেলায় ঘোলতলি এলাকায় এই অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, সরলতা আইসক্রিম ফ্যাক্টরিতে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে। ফ্লেভার ও রঙের উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে । এসময় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
লৌহজং থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।