২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:১০
জয়ার ফার্ষ্ট লুক- ব্রাহ্মণ গৃহবধূ সরোজিনী
খবরটি শেয়ার করুন:

দেশভাগের পর ১৯৪৮ সালে জীবনযুদ্ধের এক চরম সংকটে পড়ে সাধারণ একটি ব্রাহ্মণ পরিবার। ব্রাহ্মণ পরিবারের ছেলে অম্মুজক্ষ। তার সহধর্মিনী সরোজিনী। তাদের পরিবারে তিন ছেলে ও একটি মেয়ে এবং অম্মুজক্ষের বাবা কালীপ্রসন্ন। দেশভাগের পর পরিবারটি অভাব-অনটনে বারংবার চেষ্টা করে কলকাতায় যেতে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। ঘরের গৃহবধূ হয়েও পরিবারের হাল শক্ত হাতে ধরেন সরোজিনী। দেশে ফিরে যাবার যুদ্ধে তিনি থাকেন সৈনিক। বৃদ্ধ বয়সে এসেও ব্যর্থ হোন সরোজিনী। এমনি গল্প নিয়ে তৈরি হচ্ছে আকরাম খান পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘খাঁচা’। হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে।

এতে সরোজিনী চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। অম্মুজক্ষের চরিত্রে আজাদ আব্দুল কালাম ও কালীপ্রসন্নের চরিত্রে মামুনুর রশীদ অভিনয় করছেন। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হয়।

এই সম্পর্কে আকরাম খান বলেন, ‘ছবির কাজ প্রায় ৯০ ভাগ শেষ। কিছুদিনের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে। এখন ডাবিং ও এডিটিং-এর কাজ করছি। গল্পের প্রয়োজনে ছবিটিতে তিনটি কেন্দ্রীয় চরিত্র ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। জয়া আহসান সবসময় ভিন্ন রকম চরিত্র অভিনয় করে আসছেন। এই ছবিতেও তাকে ভিন্ন চরিত্রে দেখা যাবে। যেটা দর্শকদের কাছে অনেক ভালো লাগবে’।

ফেব্রুয়ারির প্রথমে নড়াইলে ছবিটির শেষদিকের শুটিং শুরু হবে। ‘খাঁচায়’ গান থাকছে দুইটি। দুইটি গানই করছেন সাগরিধা জামানি।

error: দুঃখিত!