মুন্সীগঞ্জের রুহিতপুর গ্রামের নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বাংলাদেশ টেলিভিশনের হিসাব রক্ষক মো. আসাদ উল্লাহ (৫৯)। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত তার সহদর ছানাউল্লাহ (৫২) ও মো. ইউসুফকে (৪৫) স্থানীয় হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পার্শ্ববর্তী গাজীবাড়ির সন্ত্রাসী সবুজের নেতৃত্বে সোমবার এই আকস্মিক এই হামলা হয়। বিটিভির এই কর্মকতা জানান, জমির বিরোধ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে মাথার পেছনের সন্ত্রাসী সবুজ রাম দা দিয়ে কোপ দিয়ে ফেলে দেয়।
পরে অন্যান্য সন্ত্রাসীরা এলাপাথারী পেটায়। এতে তাঁর মাথার ডান পাশের পেছনের চারটি সিলি পরেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি রয়েছে। জমি নিয়ে আবুল হোসেন, দেলোয়ার হোসেন ও সিরাজ মাদরের সাথে তাতের বিরোধ চলছে। তারাই এই সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে। মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি ইউনুচ আলী জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।