মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র্যালী ও সমাবেশে আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর প্রতি সমর্থনের কথা বলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংকের সামনে মৃণাল কান্তি দাসের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। আলোচনা সভা শেষে একটি র্যালী মুন্সিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
তিনি বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রতি আমার সমর্থন রইলো। নির্বাচন আচরণবিধীর কারনে আমার অনেক জায়গায় প্রকাশ্যে যাওয়া সম্ভব হবে না। তারপরও আমি প্রতিশ্রুতি দেই-অঙ্গীকার ব্যক্ত করি, যেখানে আওয়ামী লীগ আছে সেখানে আমাকে পাবেন।
তিনি বলেন, ‘এই নির্বাচনে আমাকে সমর্থন করেন, ভালোবাসেন এমন অনেকেই প্রার্থী হতে চেয়েছিলেন। অনেকেই আমার কথায় সাড়া দিয়ে শেখ হাসিনার মুখের দিকে তাকিয়েছিলেন। জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান নির্বাচন করতে চেয়েছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ করতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা যেহেতু একজনকেই নৌকার প্রার্থী করেছেন তাই তিনি পদ থেকে সরে দাড়িয়েছেন। আরেকজন আমার অনেক স্নেহাষ্পদ- মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন। মুন্সিগঞ্জের মানুষ তাকে অনেক অনেক ভোট দিয়েছিলো। তিনিও মনোনয়ন পত্র কিনেছেন। এই সমাবেশে দাড়িয়ে মাহতাব উদ্দিন কল্লোল-আমার স্নেহাষ্পদ তার কাছে আমি বিনীত অনুরোধ জানাবো- আপনি অনুগ্রহ করে মনোনয়ন পত্রটি জমা দেবেন না। মনোনয়ন পত্রটি আমার কাছে দিয়ে দেন। আজ হোক আর কাল হোক। কাল হোক আর পরশু হোক। মাহতাব উদ্দিন কল্লোল আপনি দলের কাছ থেকে পুরস্কৃত হবেন। আপনি অনুগ্রহ করে আমার অনুরোধটুকু রাখবেন। আপনি মনোনয়নপত্র দাখিল করবেননা।
তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, ‘প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা গ্রহণ শেষে আবার আমার প্রাণপ্রিয় জন্মভূমি মুন্সিগঞ্জে ফিরে এসেছি।’
আলোচনা সভার সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু।