১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
ছিনতাইকারি-দখলদার, দুবৃত্তকে প্রশ্রয় দিবেন না- আব্দুস সালাম আজাদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ১৭ বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। কোন হামলা-মামলা নয়। আমরা কোন ছিনতাইকারি-দখলদার, দুবৃত্তকে কোথাও প্রশ্রয় দিবো না। কোন বিশৃঙ্খলা-জমি দখলে জড়ানো যাবে না। আমাদের নেতা তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধ হতে বলেছেন।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন শাখা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো। হিন্দুদের উপর আঘাত আসলে তাদের প্রতিহত করা হবে। দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় নিবে। এর মধ্যে আওয়ামী লীগ কোন কোনরকম দুবৃত্তায়ন করলে আমরা ছেড়ে দিবো না।

কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপিরর সাধারণ সম্পাদক বাদল পাঠান। উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাম মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দোলন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি, ছাত্রদলের আহবায়ক মুরাদ হোসেন,
উপজেলা মহিলা দলের সম্পাদিকা আলেয়া ইসলাম প্রমুখ৷

error: দুঃখিত!