২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:২১
ছাত্রী অপহরণের অভিযোগে মুন্সিগঞ্জে ইমাম অাটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা আলিম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের মামলার পলাতক আসামি বড় পাঁচানী মহল্লার মসজিদের ইমাম হাফেজ মো: আহমদ উল্লাহ সাদির কে গজারিয়া থানা পুলিশ আটক করেছে।

গজরিয়া থানার এস আই আসাদুজ্জামান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে ভাটেরচর নামক এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসি করে তাকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিগাঁও গ্রামের ক্বারী মো: মোস্তফা কামালের ছেলে ইমাম হাফেজ মো: আহমদ উল্লাহ সাদির।

উল্লেখ্য গত ৮ই মে মাথাভাঙ্গা আলীম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া (১৪) বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে বড় পাঁচানী মহল্লার মসজিদের ইমাম হাফেজ মো: আহমদ উল্লাহ তুলে নিয়ে যায়।

অপহৃতার মা খাদিজা বেগম ঘটনার এক দিন পর বাদী হয়ে ৯ই মে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের এক মাস দুই দিন পর গজারিয়ার থানা পুলিশ মসজিদের ইমাম হাফেজ মো: আহমদ উল্লাহ কে আটক করেন।

error: দুঃখিত!