২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:১১
ছাত্রলীগ পরিচয়ে সাংবাদিকদের ওপর হামলা;সাংবাদিকদের পাশে এসে দাড়াল সোহাগ-জাকির
খবরটি শেয়ার করুন:

ছাত্রলীগকর্মী পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় সাংবাদিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার রাত ১০টায় নীলক্ষেত বকুশাহ মার্কেটের আল-আমিন হোটেলে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় রাত পৌনে ৪টার দিকে ২ জনকে আটক করে নিউ মার্কেট থানা পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

আটক ছাত্রদের মধ্যে আইয়ুব উল্যাহ সাজু (একাউন্টিং) ঢাকা কলেজের সাউথ হলের ২য় বর্ষের শিক্ষার্থী। আর কাজী জুয়েল ঢাকা কলেজের শিক্ষার্থী না হলেও তিনি হলের ৩১৯ নম্বর রুমে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ১০টায় আল-আমিন হোটেলে রাতের খাবার খেতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত ৩ সাংবাদিক ও তাদের এক বন্ধু। কিছুক্ষণ পর ওই হোটেলে আসেন ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী। এসময় তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এই যে আস্তে কথা বলেন। দেখতেছেন না আমরা আসছি। আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী। এইটা কি চায়ের দোকান?’
সাংবাদিকরা বলেন, এইটাতো চায়েরই দোকানই। তখন ওরা বলে, মুখে মুখে কথা বলিস কেন? এই বলে সাংবাদিকদের গায়ে হাত তোলে। এবং অকথ্য ভাষায় গালাগালি করে।

মুহূর্তের মধ্যে ঢাকা কলেজের আরও ৭-৮ জন এসে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে ৩ সাংবাদিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতির ক্যাম্পাস প্রতিনিধি অর্ণব প্রধান, বাংলামেইল২৪ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি নোমান আবদুল্লাহ, জাগোনিউজ ২৪ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি মুনির হোসাইন, বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র এহসান মুহাম্মদ আবদুল্লাহ এবং জিয়া হলের আবাসিক ছাত্র কাইয়ুম রহমান।

খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বাকুশাহ মার্কেটের ওই হোটেলে গেলে ভুয়া ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যায়।

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ঢাকা কলেজের নেতাকর্মীদের সহযোগিতায় সাজু এবং জুয়েল নামে ২ জনকে আটক করে। পরবর্তীতে রাত পৌনে ৪টার দিকে তাদেরকে নিউ মার্কেট থানা পুলিশে সোপর্দ করা হয়।

error: দুঃখিত!