বাংলাদেশ অাওয়ামী লীগ মনোনিত মুন্সিগঞ্জ সদর উপজেলা’র পঞ্চসারে চেয়ারম্যান প্রার্থী অাব্দুল সাত্তার মিয়ার গণসংযোগ চালানোর সময় একই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একসময়ের শীর্ষ অস্র ব্যবসায়ী ও ত্রাস গোলাম মোস্তফা ও তার ছোট ভাই গোলাম কিবরিয়া সহ তাদের নিয়ন্ত্রিত ক্যডার বাহিনীর হামলায় গুরুতর অাহত ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল ও জেলা তরুণলীগের সভাপতি মিদূল দেওয়ান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।
অাজ ১৬এপ্রিল শনিবার বিকেল ৪টা’র দিকে সদর উপজেলা’র সিপাহীপাড়া চৌরাস্তায় এ কর্মসূচী পালিত হয়। এসময় উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে রাখে।
তারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
বিকেল সাড়ে ৪টা’র দিকে ঘটনার খবর পেয়ে রামপাল ফাড়ি’র উপ-পরিদর্শক এস অাই বিকাশ চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে অানে।
বিক্ষোভ মিছিলে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অাই এইচ শান্তনুর, মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মোহাম্মদ রকি, রামপাল ইউনিয়ন তরুণলীগের সভাপতি শিপু হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ মোঃ মিরাজ, মিরকাদিম পৌর তরুণলীগের সভাপতি সিজু, জেলা ছাত্রলীগ নেতা ফরহাদ, সাজ্জাদ, এহসান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।