চতুর্থ দফা নির্বাচনী সহিংসতায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফাকে দুই দিনের রিমান্ড দিয়েছে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
কোর্ট ইন্সপেক্টর হারুন আর রশিদ জানান, বুধবার সকালে পুলিশের কঠোর প্রহরার মধ্যে গোলাম মোস্তফাকে ঢাকা জেল হাজত থেকে এনে মুন্সীগঞ্জ আদালতে ওঠালে, পুলিশ ১০ দিনের রিমান্ডের দাবি করেন।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওমা রানী দাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে একসময়ের শীর্ষ অস্র ব্যবসায়ী গোলাম মোস্তফাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অাশঙ্কায় সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, জেলা তরুণ লীগের সভাপতি মিদূল দেওয়ান সহ ৫ জনকে আটকে মেরে গুরুতর আহত করার মামলায় ১৭ এপ্রিল আরো ২৩ জন সহ গ্রেফতার হন গোলাম মোস্তফা।