সম্মেলনের এক বছর পর ৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত এই কমিটিতে উপ আইন বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন মুন্সিগঞ্জের আপন দাস।
যিনি পূর্বের কমিটিতেও সদস্য হিসেবে ছিলেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটির সদস্য ছিলেন।
আপন দাস মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের বড় ভাই সমির দাসের ছেলে। তিনি বর্তমানে আইন বিভাগের ছাত্র।