১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:০৩
চোটে আক্রান্ত হয়ে দুই মাস মাঠের বাইরে মাশরাফি
খবরটি শেয়ার করুন:

চোট শব্দটা যেন তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ১৬ বছরের ক্যারিয়ারে কতবার যে চোটে আক্রান্ত হয়েছেন, তা হয়তো তিনিই ভালো বলতে পারবেন। এই কারণে সাতবার দুই হাঁটুতেই অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। নিউজিল্যান্ড সিরিজের শেষ মুহূর্তে এসে আরেকবার চোটে আক্রান্ত হয়েছেন নড়াইল এক্সেপ্রেস। আর এ কারণে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বাংলাদেশ অধিনায়ককে।

হাসপাতালে স্ক্যান করার পরই জানা যায় মাশরাফির এই দুঃসংবাদটি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ অধিনায়কের ডান হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। এর জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

অবশ্য কিছুটা স্বস্তির খবর হলো, আগামী প্রায় দুই মাস বাংলাদেশের কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজ নেই। আগামী মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

এদিন ম্যাচের ১৮তম ওভারে ঘটনাটি ঘটেছিল। সে ওভারের দ্বিতীয় বলে ফলো থ্রুতে ডাইভ দিয়ে ফেরাতে গিয়েই হাতে ব্যথা পান তিনি। ব্যথার কারণে মাঠ ছেড়েও বেরিয়ে যান। পরে সে ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

শুধু মাশরাফিই নন, ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে পড়ে হাঁটুতে ব্যথা পান ওপেনার ইমরুল কায়েস। এরপর আর ব্যাটিংয়েই নামেননি বাঁহাতি ওপেনার।

এই ম্যাচে চোট পান আরেক ওপেনার তামিম ইকবালও। মাশরাফির বলেই কেন উইলিয়ামসনের যে ক্যাচটি মিস করেছিলেন, সেটি ধরতে গিয়েই ব্যথা পান তিনি। পরে অবশ্য স্ক্যান করানো হলে গুরুতর কিছু ধরা পড়েনি তাঁর।

error: দুঃখিত!