মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর সন্তােসপুর এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন নারী।
এলাকাবাসি সূত্রে জানা যায়, স্থানীয় একটি সিমেন্ট ফ্যক্টরির অব্যবহৃত মালামাল ক্রয়-বিক্রয় নিয়ে দুই পক্ষের দ্বন্দের জেরে সংঘাতের সূত্রপাত।
স্থানীয় বাবুল মাদবরের স্ত্রী শিমু বেগম (৪০) আমার বিক্রমপুর এর কাছে অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘ ১৫-২০ বৎসর যাবৎ এই এলাকায় ত্রাসের মাধ্যমে একক আধিপত্য বিস্তার করে আসছেন। যার ফলস্বরুপ এলাকায় বিভিন্ন অশান্তি বিরাজ করছে।
স্থানীয় আব্বাসের স্ত্রী ময়না আক্তার (৩০) আমার বিক্রমপুর কে বলেন, ‘একটি সিমেন্ট ফ্যাক্টরির অব্যবহৃত মালামাল ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ নিতে মরিয়া স্থানীয় প্রভাবশালী একটি মহল বাইরে থেকে (নারায়ণগঞ্জ থেকে) পুলিশ এনে ধারাবাহিকভাবে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে রেখেছেন। তার বাহিনীর হাতে অসংখ্য লোক নির্যাতিত হয়েছে। তাদের ভয়ে এলাকার পুরুষরা ঘড়ছাড়া। অথচ নারায়ণগঞ্জের পুলিশের মুন্সিগঞ্জে ঢোকায় বিধিনিষেধ রয়েছে।’
এ সংক্রান্ত একটি ভিডিও আমার বিক্রমপুর এর কাছে রয়েছে।
তবে এ বিষয়টি নিশ্চিত হতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।