মুন্সিগঞ্জ, ১ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে ফার্মেসীতে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জ।
গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজস্ট্রেট রুবানা তানজিন।
ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জ এর সহকারি পরিচালক মাহবুব হোসেন ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযানের সময় ড্রাগ লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন ঔষধের দোকান এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে ২টি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ বিক্রয়কারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।