মুন্সিগঞ্জ, ৭ জুলাই, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে আখের মাদবরের বাড়ীর সামনে ৩৩ লাখ ১৩ হাজার ৪৪৪ টাকা ব্যয়ে ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৩৮ ফুট দীর্ঘ একটি কালভার্ট নির্মান করা হয়।
ব্রীজ নির্মানের কয়েক মাস হয়ে গেলেও দু পাশে ভালভাবে মাটি ভরাট করা হয়নি। তাছাড়া এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি রাস্তার জায়গা দাবী করে রাস্তার মাঝখানে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে। এতে বিপাকে পড়েছে এই এলাকার প্রায় অর্ধ সহস্রাধিক মানুষ।
গর্ভবতীসহ মারাত্বক অসুস্থ রোগীকে কাঁধে করে বড় রাস্তায় নিয়ে গাড়িতে উঠাতে হয়, ভারী কোনো বস্তু গাড়ী দিয়ে নেয়া যায় না, গৃহস্থালী মালামাল ৪/৫ গুন বেশী খরচে নিতে হয়।
ভূক্তভোগীদের একজন জানালেন, সরকার লাখ লাখ টাকা খরচ করে ব্রীজ করে আর ২/১ জন স্বার্থান্বেষী মানুষ ১ হাত জায়গা রাস্তার জন্য ছাড়তে চায় না। অথচ রাস্তা দিলে তাদের জায়গার দাম ৪/৫ গুন বেড়ে যাবে।