২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:০৯
চরকিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সীমানাধীন নারায়নগঞ্জের সোনারগাও উপজেলার চরকিশোরগঞ্জের চর হোগলা গ্রামে বালু মহলের আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে নাসির মেম্বার ও ইমান হোসেন গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ গুলিবৃদ্ধ হয়ে জামাল হোসেন (৩৫) নামের এক জন নিহত ও ১০ জন আহত হয়েছে । সোমবার বিকাল ৩ টার দিকে চরকিশোরগঞ্জের মেঘনা নদীতীর ভর্তি চর হোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, একই গ্রামের নাসির হোসেন মেম্বার ও ইমান হোসেন এর মধ্যে বালু ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে সেই বিরোধকে কেন্দ্র করে আজ চর হোগলা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে । এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে জামাল হোসেন সহ আরো ১০ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জামালকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। নিহত জামাল হোসেন চরকিশোরগঞ্জ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে সোনারগাও থানার এস আই রেজাউল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!