২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:২১
ঘূর্ণিঝড় ফণী; মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি পারাপার বন্ধ
খবরটি শেয়ার করুন:
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দুর্ঘটনার আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডাব্লিউটিএ’র সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ খবর নিশ্চিত করেন।

প্রফুল্ল চৌহান  বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে আমরা ফেরি সার্ভিস বন্ধ রেখেছি। তবে জরুরি ভিত্তিতে চলাচলের জন্য দুই-একটি কে-টাইপ ফেরি চালু আছে।’

এদিকে, ফেরি চলাচল বন্ধ রাখায় শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বেড়েছে। রাত সাড়ে ১০টার দিকে ঘাটে ছোট-বড় মিলিয়ে ৪০০ যানবাহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে।

প্রফুল্ল চৌহান জানান, ঘাট এলাকায় প্রায় ৪০০ যানবাহন রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা হবে ৬০-৭০টি। ঘাটে বাস রাখার আর জায়গা নেই। আবহাওয়ার গতিবিধি দেখে পরবর্তীতে ফেরি চালু করা হবে।’

error: দুঃখিত!