২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৪০
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বিঘ্নিত
খবরটি শেয়ার করুন:

ঘন কুয়াশার কারণে রোববার রাত থেকে বাংলাদেশের প্রধান দুটি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ সোমবার সকালেও সচল হয়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে রোববার রাত সাড়ে ১১টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।

“কুয়াশার কারণে সাতটি ফেরি মাঝপদ্মায় আটকে আছে। দৌলতদিয়া ঘাটে ৫০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।”

খোরশেদ আলম সকাল ৮টার দিকে বলেন, “এখনো বয়াবাতি দেখা যাচ্ছে না, কুয়াশা না কাটা পর্যন্ত ফেরি পারাপার বন্ধ থাকবে।”

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পথনির্দেশক বিকন বাতি দেখতে না পাওয়ায় ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ট্রান্সপোর্ট সুপারিনটেনডেন্ট মোস্তফা কামাল সকালে জানান, কাওড়াকান্দি ঘাটে যানবাহন ও যাত্রী নিয়ে তিনটি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে। শিমুলিয়া যাওয়ার পথে আটকে আছে ফেরি যমুনা, রামশ্রী ও টাপলো।

এছাড়া শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটের পথে রো রো ফেরি শাহ আলী মাঝ নদীতে আটকে আছে।

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।

error: দুঃখিত!