১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:০৭
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনা, আহত ১৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন।

সোমবার সকাল ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা এমাদ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কাভার্ভভ্যানের হেল্পারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন বলে জানান ওসি।

এর আগে ভোর ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাও এলাকায় দুর্ঘটনার স্বীকার হয় আরেকটি বাস। তবে বাসটি নিজ থেকে গন্তব্যে চলে যায়।

error: দুঃখিত!