গজারিয়া উপজেলা বিএনপি‘র পৃথক দ্বি-বার্ষিক সম্মেলন ও পাল্টাপাল্টি উপজেলা কমিটি গঠন করেছে বিবাদমান দুই পক্ষ।
বৃহস্পতিবার গজারিয়া উপজেলার রসুলপুর ও লক্ষীপুর এলাকায় ওই সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সুত্রে জানা যায়, বিকেল দুইটায় এক পক্ষের সম্মেলন প্রস্ত্ততি কমিটির আহবায়ক আহসান উল্লাহ্‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই।
সম্মেলনের উদ্বোধন করেন আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বিএনপি, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, অনুষ্ঠান পরিচালনা করেন গজারিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিক উল্লাহ্ ফরিদ। সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদকে সভাপতি ও ইসহাক আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এরপর লক্ষীপুর এলাকায় বিকেল চারটায় সাবেক কমিটির সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিএনপি‘র অপর পক্ষ আলাদা আরো একটি দ্বি-বাষিক সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করেছে।
অধ্যাপক একেএম গিয়াস উদ্দিনকে সভাপতি, সিরাজুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক ও আ: মাজেদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাল্টাপাল্টি কমিটি ও সম্মেলন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।