মুন্সিগঞ্জ, ৩ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মানিকগঞ্জের আরিচা থেকে গরু বিক্রি করে ফেরার পথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের অদূরে ডাকাতির স্বীকার হন ৭০-৭৫ জন গরু ব্যবসায়ী। পরে তারা জাতীয় জরুরী হেল্পলাইন নাম্বার ৯৯৯ এ বিষয়টি জানালে ধাওয়া করে নৌ পুলিশ। ডাকাতরা নদী থেকে দৌড়ে স্থানীয় ঘরবাড়িতে ঢুকে পড়লেও শেষ রক্ষা হয়নি। এসময় ৭ ডাকাতকে আটক করেছে নৌ পুলিশ। দ্বিকবিদিক হয়ে পালিয়ে গেছে ১৩ জন৷
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা’র দিকে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়।
আটক ডাকাতদের কাছ থেকে ৪ টি পাইপগান, ১১ টি কার্তুজ, ৩৩ লাখ ৯৩ হাজার ৫’শ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোট উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদরের চর আব্দুল্লাহ এলাকার সাহাবউদ্দিনের ছেলে মহসীন (৩০), লৌহজং উপজেলার কান্দিপাড়া এলাকার মোতালেবের ছেলে মেহেদি (২৫), সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়াল এলাকার চুন্নু দেওয়ানের পুত্র শিহাব ওরফে মোসলেম (২২), শরীয়তপুরের নড়িয়া উপজেলার বেপারীকান্দি এলাকার রহমান (৩৮), একই জেলার মৃত রকমত আলীর ছেলে এবাদুল (৩৫), চাঁদপুরের মোহনপুর থানার মৃত আজম বেপারির ছেলে তাজুল (২৭), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ষোলোপাড়া এলাকার মৃত রফিক বেপারির ছেলে শাহিন (৩৫)।
নৌ পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুপুর ৩টা’র দিকে পদ্মা নদীর আরিচা-দৌলতদিয়া নৌ রুটে ডাকাতির স্বীকার হয় একটি ইঞ্জিনচালিত ট্রলার। ট্রলারটিতে শতাধিক গরুর পাইকার ছিলেন। তারা বিভিন্ন হাট থেকে গরু কিনে ইঞ্জিনচালিত ট্রলারযোগে মানিকগঞ্জের আরিচা হাটে গরুগুলো বিক্রি করে বেলা ২ টা’র দিকে ৭০-৭৫ জন গরু ব্যবসায়ী ট্রলারে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হন। বেলা ৩ টা’র দিকে দৌলতদিয়া ঘাটের কাছাকাছি আসতেই স্পিডবোট নিয়ে একদল ডাকাত তাদের জিম্মি করে সাথে থাকা গরু বিক্রিে নগদ টাকা লুটে নেয়। পরে তারা জাতীয় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ এ জানালে বিষয়টি নৌ পুলিশকে অবহিত করা হয়। এরপর মাঝিরঘাট নৌ পুলিশ কেন্দ্রের সদস্যরা পদ্মা সেতু এলাকা অতিক্রম করতেই ডাকাতদের স্পিডবোটটি ধাওয়া করে। পরে তাদের সাথে মোহনপুর নৌ পুলিশ যোগ দেয়। স্পিডবোটটি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ডহুরি-বালিগাঁও খাল হয়ে মেঘনা নদীতে ঢুকে পড়ে। এসময় নৌ পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পাইপগানের গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি- হোগলাকান্দি খালে ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর সরু খালে শুরু হলে তারা আর এগোতে না পাড়লে তীরে স্পিডবোট থামিয়ে ডাঙায় নেমে স্থানীয় বাড়ি-ঘরেতে ঢুকে পড়ে। স্থানীয়রা টের পেয়ে তাদের ঘেরাও করে। এসময় ডাকাত দলের কয়েক সদস্য দ্বিকবিদিক হয়ে বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে থানা পুলিশ এসে ৭ ডাকাতসহ তাদের কাছ থেকে ৮ টি পুরাতন মডেলের মোবাইল, ১ টা অ্যান্ড্রয়েড মোবাইল, লুন্ঠিত ৩৩ লাখ ৯৩ হাজার ৫’শ টাকা, ৪ টি পাইপগান উদ্ধার করে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন এসব তথ্য নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামি ও লুন্ঠিত বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।