মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার দীর্ঘদিনের অবহেলিত একটি সড়কের বেহাল দশা নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরদিনই পৌরসভার দুটি সড়কের কাজ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে মিরাপাড়া-মস্তানবাজার ও দক্ষিণ রামগোপালপুর সড়ক দুটির আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেন মেয়র শাহিন।
মেযর জানান, পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের মিড়াপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে শুরু করে সাত নাম্বার ওয়ার্ডের মাজার পর্যন্ত ৪৮০মিটার আরসিসি সড়কের কাজ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৩ হাজার ৯২০ টাকা। এক নাম্বার ওয়ার্ডের জনপ্রিয় কমিউনিটি সেন্টার থেকে রামগোপাল পুর এলাকার শাহাবুদ্দিন মেম্বারের বাড়ি পর্যন্ত ৫৬৬ মিটার রোড সাইড ব্রিক নালা (ড্রেন) সহ ৫৭০ মিটার সড়কের কাজ হবে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় পৌণে তিন কোটি টাকা। রাস্তা দুটি সর্বচ্চো ২০ফুট চওড়া করা হবে।
এদিকে, সড়কের কাজের উদ্বোধন হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।
মিরকাদিম পৌরসভার মেয়র শাহিন বলেন, সড়ক দুটির কারণে পৌরবাসী দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে ছিলো। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সড়ক দুইটি নির্মান কাজ শেষ হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, ৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ৬নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আবজাল হোসেন ,৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মো. আজমান হোসেন,৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সোহেল মনি, ১,২ ও ৩ নাম্বার ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর নুরজাহান শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।