মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বালু ব্যবসায়ী মো. রাসেল (৩০) কে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে স্থানীয় সন্ত্রাসীরা আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
গত ০১ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রাসেল বড় রায়পাড়া গ্রামে মােঃ আঃ রশিদের ছেলে। তিনি পোল্ট্রি ফার্ম, সাথে বালুর ব্যবসার পাশাপাশি ড্রেজার মেশিনেরও মালিক।
পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ছোট রায় পাড়া গ্রামের আমান উল্লাহ্ ছেলে সাইদ, ইসলাম, আল ইসলাম, আঃ বাছেদের ছেলে শাকিল, মোস্তাক, গােলজারের ছেলে নাঈম, আওলাদের ছেলে মানিকসহ ১৫ থেকে ২০ জন হাতে ধারালো দা, লোহার রড ও কাঠের ডাসা নিয়ে বাড়ীর সামনের রাস্তা থেকে জোরপূর্বক রাসেল কে ধরে নিয়ে একই ইউনিয়নের বড় রায়াপাড়া গ্রামের প্রভিটা কোম্পানীর উত্তর পাশে বালু মাঠে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এসময় রাসেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
লোকজন গুরুতর অবস্থায় রাসেলকে উ’দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
পরে রাসেলের মা শাহারন বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার এসআই ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেলের মাথা, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড, কাঠের লাঠি দিয়ে আঘাত ও কুপের মারাত্মক যখম দেখা গেছে।মামলা হলে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।