মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা, আউটশাহী ও বালিগাও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জেলা প্রশাসনের সহযোগিতায় করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে ঘরে থাকা ৬০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০কেজি চাউল ও ১কেজি বুট বিতরণ করা হয়।
রবিবার (৩ মে) দিনব্যাপী ইউনিয়ন পরিষদের মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো: নাহিদ খান, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বেতকা ইউপি চেয়ারম্যান আলম সিকদার বাচ্চু, আউটশাহী ইউপি চেয়ারম্যান লিটন ঢালী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ আল বারেক, সোনারং টংগিবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল, টংগিবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক দিপু মাঝি প্রমুখ।