মুন্সিগঞ্জ, ১৮ মে, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মিলনায়তন রুমে উপস্থিত ২০ জন কৃষক কে ডাটা, ঢেরস, কুমড়া ও পুই শাকের বীজ বিতরন করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।
আরোও ৪০০ জন কৃষক কে এ বীজ দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি,উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নূর প্রমুখ।