মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার নষ্ট হয়ে গেলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, বিকল হয়ে থেমে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৪০৬৩) চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৬৬৫১) যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। সে সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে আইল্যান্ডের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ উভয় পরিবহনের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানান যায়নি বলে জানান তিনি।