১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:০৬
গজারিয়ায় পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি গ্রামে বুধবার দুপুর ১টার দিকে পুলিশের উপর হামলা চালিয়ে দিদার হোসেন নামের এক আসামীকে ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এ সময় গজারিয়া থানার এসআই আপন কুমার মজুমদার আহত হয়েছে। তাকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর থেকে গজারিয়া থানা পুলিশ বালুয়াকান্দি গ্রামসহ আশপাশ এলাকা অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামী ও হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই ইলিয়াস হোসেন । তিনি জানান, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দিদার হোসেন মাদক ও দ্রুত বিচার আইনের দুইটি মামলার আসামী। ঘটনার পর থেকে আসামী ও হামলাকারীদের গ্রেফতার পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুওে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুইটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দিদার হোসেনেকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় দিদারসহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও স্থানীয় নারী-পুরুষ হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আটক দিদার হোসেনকে ছিনিয়ে নিয়ে যায় এবং মটরসাইকেল ভাংচুর ও পুলিশকে মারধর করে। এতে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার আহত হয়।