মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দ্বিতীয় গোমতী সেতু নির্মাণে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা ও ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে একথা জানান তিনি।
গত বুধবার গোমতী সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে বাউশিয়া ফেরিঘাট বাজার এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে তিন শতাধিক দোকান ও ভূমিহীন ২৫টি পরিবারের বসতঘর উচ্ছেদ করা হয়।
শুক্রবার দুপুরে মৃণাল কান্তি দাস ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হেদায়েত-উল-ইসলাম, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, ছাত্রলীগ নেতা আপন দাস, আল মামুন মেম্বার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।