গজারিয়ায় ট্রাক চাপায় মো. জীবন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, নিহত শিক্ষক সোনারগাঁওয়ের হাতকোপা গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার করিমখাঁ ওয়াবদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সকালে জীবন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মেঘনা-গোমতী সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরও জানান, এ দুর্ঘটার পরে ট্রাক ফেলে পালিয়েছে চালক। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। লাশ উদ্ধার করে ভবেরচর পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে বলেও জানান তিনি।