মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২২, আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ মার্চ) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার অডিটোরিয়ামে সকাল ১০টা’র দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, গজারিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বিল্লাল, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জিতু, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, শিক্ষকমন্ডলী সহ উপজেলার বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানদের হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।