২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:২২
গজারিয়ায় সরকারি কলেজে অতিরিক্ত ফি অাদায়ের জেরে অধ্যক্ষ অবরুদ্ধ
খবরটি শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধসহ ভাঙচুর চালিয়েছে।

শনিবার(০২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্র ছাত্রীরা জানায়, কলেজ অধ্যক্ষ আলীমুর রাজি ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করছে এবং সব বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছে। এতে তিন শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে।

স্থানীয়রা জানায়, এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্র ছাত্রীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

error: দুঃখিত!