জাফর মিয়াঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে ৯ কেজি গাজা উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে মহা সড়কের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন খাজা হোটেলের সামনের রাস্তায় একটি প্রাইভেট কার তল্লাশি করে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়।
গাজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের পপুলার লাইফ ইনস্যুরেন্সের স্টীকার লাগানো (ঢাকা মেট্রো ঘ-১২-৬২৩১) প্রাইভেট কার থেমে থাকলে সন্দেহ হলে গাড়ীটি তল্লাশি চালানো হয়।
এসময় গাড়ির ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় ৯টি প্যাকেটে থাকা ৯ কেজি গাজা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। গাজা বহনকারী প্রাইভেট কারটি আটক করেছে পুলিশ।