২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৫৮
গজারিয়ায় অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের গজারিয়ার ২১৬ একর জমির উপর স্থাপিত আব্দুল মোনেম গ্রুপের অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বেলা ১২ টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গজারিয়া উপজেলার চর বাউশিয়ার অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন।

এ সময় গজারিয়ার চর বাউশিয়ায় আব্দুল মোনেন অর্থনৈতিক অঞ্চলে উপস্তিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এডবোকেট মৃণাল কান্তি দাস, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস, উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খান তোতা, জেরা তরূণলীগের সভাপতি মিদুল দেওয়ান সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

error: দুঃখিত!